তাকেই বুঝে নিতে হবে

এই শহর ছেড়ে চলে যেতে হবে একদিন। কিন্তু একটা মায়া, ভালোবাসা রেখে যেতে হবে। এই জীবনে তাকে কখনো পাব কিনাও জানি না। যার প্রেমে পড়েছি তাকে তো বলতেই পারছি না।


আচ্চা, ভালোবাসার কথা কি মুখে বলা যায়??
বুঝে নিতে হয়। যাকে ভালোবাসি তাকেই বুঝে নিতে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.