করোনাতঙ্ক কাটলে ফের ভালোবেসো


প্রিয়তমা,
কতদিন...কত সপ্তাহ চলে গেল তোমাকে দেখি না। জানি না কেমন আছো? গত সপ্তাহে দেশে করোনা ভাইরাসে তিনজন আক্রান্ত হওয়ার খবর আসার পর সে যে ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, এরপর থেকে তোমারও কোন খোঁজ নেই আর। তোমার আমার দেখা তো শুধু ক্যাম্পাসেই হতো। তাই ক্যাম্পাস বন্ধ মানে তোমার মুখ দর্শনও বন্ধ।

শুনেছি সরকারি ভাবে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ রয়েছে তোমার উপর! এক প্রকার হোম কোয়ারেন্টাইনেই রয়েছো জানলাম। টিভিতে আজ খবরে বললো, দেশে নাকি এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮, মৃত্যুর সংখ্যা ১।
এই খবর শোনার পর থেকে তো তোমাকে নিয়েই চিন্তিত দিন কাটছে আমার। কাটছে নির্ঘুম রজনী । কিছু প্রশ্নের ইতিবাচক উত্তর পাওয়র আশায় মন ছটপট করছে সর্বক্ষণ।


আচ্ছা? তুমি কি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতেছো ?  মাস্ক ব্যবহার করতেছো ? হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ঠিক মত ধৈৗত করতেছো তো? জানি না এই প্রশ্ন গুলোর উত্তর হ্যা নাকি না !
ওহ! তোমাকে তো একটা কথা বলা হয়নি। সেদিন কি হয়েছে জানো? তোমাকে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার উপহার দিব বলে বাজারে গিয়েছিলাম। উফ! ১০টাকার মাস্ক ১০০টাকায় কিনতে জনতার সেকি ভীড়! আর হ্যান্ড স্যানিটাইজার? সে তো বলতে গেলে প্রায় বিরল! তবুও দীর্ঘ ক্রেতার ভীড় ডিঙিয়ে দুজনের জন্যই মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার কিনেছিলাম। যদিও সেসব আর তোমাকে দিতে পারিনি। তোমার এক বান্ধবীকে দিয়ে পাঠাবো ভেবেছিলাম। কিন্তু সেও সাফ জানিয়ে দিয়েছে এবার কোন সাহায্য করতে পারবে না আমাকে।

ঈশ্বরী,
আচ্ছা, তুমি ফোন কেন বন্ধ রেখেছো? হোম কোয়ারেন্টাইনে গেলে কি ফোনও বন্ধ রাখতে হয় বুঝি? নাকি ফোনের মাধ্যমে ভাইরাস ছড়ানোর গুজব তুমি অবদি পৌঁছে গিয়েছে? থাক! তোমাকেই বা শুধু শুধু প্রশ্নবাণে জড়াচ্ছি কেন! পুরো দেশই তো এখন করোনা আতঙ্কে কাপঁছে। আজও নাকি ইতালিতে একদিনে ৪৩৬জন মারা গিয়েছে। কলেজ গেট এলাকায় তো সবাই মুরগী খাওয়া বন্ধ করেই দিয়েছে! তারা নাকি ইউটিউবে পেয়েছে মুরগী খেলে করোনা হচ্ছে! চিন্তা করতে পার কত হাস্যকর একটা আতংক এটা??  তবে সে যাইহোক আশা রাখছি সবকিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আবারও আমাদের ক্যাম্পাস খুলবে। ঘুরে দাড়াবেঁ দেশ..ঘুরে দাড়াবেঁ আমাদের প্রেমও।

সুহাসিনী,
এবার করোনা আতঙ্ক কেটে গেলে পিছুটানহীন ভালোবাসবো একে অপরকে। আবারও জমিয়ে প্রেম করবো দু’জনে। পরস্পরকে আবারো হৃদয়ের কাছে টানবো। তুমি থাকবে দুরুত্বহীন কাছে। খুব কাছে। ক্যাম্পাসে ফের যুগোপৎ হাটবো দুজন। উড়বে তোমার চুল। তোমার চুলের গন্ধ নেব এক দীর্ঘ বসন্ত জুড়ে।

অসীম দাশ গুপ্ত
রাঙামাটি।
১৯-০৩-২০২০ খ্রী:


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.