সহপাঠী থেকে সহচরী হওয়ার চেষ্টা
জীবনে কোন কোন মানুষের ছায়া লাগাতে, একটু হিসেব করে লাগাতে হয়। নয়তো সে ছায়া খুব ভয়ংকর হয়ে, হৃদয়ে যন্ত্রণার রূপ নেয়। আমার ধারণা, একাডেমিক লাইফের, গ্র্যাজুয়েশন পর্বেই হয়তোবা কোন এক সহপাঠিনী'র এমনই এক ছায়া নিজের গায়ে লেগেই গিয়েছিলো। যে ছাঁয়া গাঁয়ে জড়িয়ে আছে বহুবছর ধরে।
তবে কী এক আশ্চর্য! আজ এতো বছর পর, ছায়া লাগানো বালিকাটিও চাইছে, আমাদের জীবনের সব রাস্তাই সমান্তরাল থেকে অসমান্তরাল হোক। ছেদ করুক পরষ্পরকেও।
কিন্তু, এই চাওয়া কী কেবলই তাঁর?? উত্তর: না। কেবল তাঁর না। চাওয়া আমাদের দুইজনেরই।
আমাদের চাওয়া, একসাথেই হোক যুগল মিষ্টি সংসারের স্মৃতি। তৈরি হোক ৯টা - ৫টার অফিস শেষে বাড়ি ফেরার পর খুনসুটির স্মৃতিও!
কোন মন্তব্য নেই