রোমান্টিক বর্ষে ডানা গজিয়েছিলো আমারও

একাদশ শ্রেণি আর অনার্স ১ম বর্ষ এই দুটো শিক্ষাবর্ষ প্রত্যেক ছেলে-মেয়েদের জন্যই রোমান্টিক বর্ষ বর্ষ দুটিতে ডানা গজায় থাকে তাদের। আমারও অন্য সবার মতোই গজিয়েছিলো বটে ডানা। তবে সেই ডানায় ভর করে উড়ে গিয়ে বসতে পারিনি কারও হৃদয়ে। চেষ্টা যে করিনি তা না। একবার করেছিলাম (ব্যাচমেটকে); বলা যায় ব্যর্থ হয়েছি। প্রত্যাখিত হয়েছি। সেদিন দেবদাস হয়ে যাওয়ার একটি প্রবল সুযোগ আমার সামনে হাতছানি দিয়েছিলো। কিন্তু আবেগে গাঁ ভাসাইনি।

এখন মনেহয়, এই ব্যর্থতায় আমাকে ক্যারিয়ারে পথ দেখিয়েছি। এগিয়ে নিয়ে গেছে আমার আকাঙ্ক্ষীত গন্তব্যে। সেদিন ব্যর্থ না হলে হয়তো আজ মজনু হতাম, হতাম একজন আর্দশ প্রেমিক।

এবং তখন থেকেই উপলদ্ধি করেছি, প্রত্যেক পুরুষের সফলতার পেছনে বোধহয় একটা নারী থাকেই। কখনও পুরুষটি সেই নারীর ভালোবাসায় সফল হয়, কখনওবা সেই নারী থেকে পাওয়া যন্ত্রণায়।



 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.