হয়তো যোগ্য ছিলাম না তোমার !

 


যদিওবা যোগ্যতার বিচারে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা মানে না কোন জাত-ধর্মও।এরপরও বলছি হয়তো যোগ্য ছিলাম না তোমার।
তবু মন বারবার তোমাতেই ছুটে চলেছে। এখন আর আগের মতো মুখ ফুটে বলতেও পারি না তোমায় ভালোবাসি।মাঝে মাঝে মনে হতো তুমি আমাকে ভীষণ ভালোবাসো। কিন্তু না।
তবু জেনে রেখো অন্য কাউকে নয় আমি শুধু তোমারই ভালোবাসার কাঙাল। হোকনা সেটা একতরফা।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.