যদিওবা যোগ্যতার বিচারে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা মানে না কোন জাত-ধর্মও।এরপরও বলছি হয়তো যোগ্য ছিলাম না তোমার। তবু মন বারবার তোমাতেই ছুটে চলেছে। এখন আর আগের মতো মুখ ফুটে বলতেও পারি না তোমায় ভালোবাসি।মাঝে মাঝে মনে হতো তুমি আমাকে ভীষণ ভালোবাসো। কিন্তু না। তবু জেনে রেখো অন্য কাউকে নয় আমি শুধু তোমারই ভালোবাসার কাঙাল। হোকনা সেটা একতরফা।।
অসীম দাশ গুপ্ত। সমুদ্র শহরে জন্ম নেওয়া এই তরুন সবুজ পাহাড়ের ভালোবাসায় মগ্ন হয়ে কলম আর কাগজে তুলে রাখছে কলেজবেলা।ছোটবেলা থেকেই স্বাধীনতা প্রিয় এই তরুণ সংবাদকর্মীর স্বাধীন থাকার পথে আজ অবদি কোন বাধাই আটকাতে পারেনি তাকে। জীবনের স্বল্প অভিজ্ঞতার ভেতরেও তার সংবাদ উৎপাদন ও পরিবেশন কৌশল মুগ্ধ হওয়ার মত পরিপক্ব। সাংবাদিকতায় তিনি দেশের শীর্ষ গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো সেকশনে কাজ করেছেন। তাছাড়া প্রগতিশীল ছাত্র আন্দোলনের বিষয়ে দায়িত্বশীলতার সাথে যুক্ত রয়েছেন তিনি। অসম্ভব দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এই তরুণ জীবনের অতটুকু সময় পর্যন্ত অনৈতিকতা ও সামাজিক অনাচারের সাথে আপোশ করেননি।
কোন মন্তব্য নেই