বন্ধুদের সাথে মুগ্ধ এক সন্ধ্যাবেলা


কী অসাধারণ এক মায়াজাগানিয়া সন্ধ্যা কাটালাম আজ। বন্ধু শুভ’র আকস্মিক ফোনে জিকু দা’র দোকানে গিয়ে দেখি স্কুল বেলার সব বন্ধুই এক চায়ের টেবিলে। তুহিন, মিজান, শফি, সালাম, শাহিনুর,শুভ...। পরে অবশ্য যোগ দিয়েছে সেনাবাহিনীতে চাকরী করা বন্ধু সাদ্দামও। বহুদিন পর একসাথে হওয়া...একই টেবিলে বসে চা-কলা খাওয়া বাড়িয়েছে মুগ্ধতা। ঘন্টাব্যাপী এই আড্ডায় আলাপ চলছিল র‌্যান্ডমলি। এক প্রসঙ্গ শেষ না হতেই অন্যজন তুলছিল আরেক প্রসঙ্গ।

ব্যস্ত জীবনে ছোট ছোট এসব মুহুর্তই হয়তো আমাদের জীবনের শ্রেষ্টতর সময়... ভালোবাসি বন্ধু তোদের..তোদের এসব ভালোবাসাই আমার সম্পদ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.