আহ্ কুদ্দুস! হায় কুদ্দুস!
কুদ্দুস সুজনের কাছের এক বন্ধুসুলভ সহকর্মী। তাদের সম্পর্কটা খুব বেশিদিনের না হলেও গভীরতা অনেকখানি। লোকজন প্রায়ই কুদ্দুসকে সুজনের সাথে চলাফেরা করতে দেখে ভাবতো কুদ্দুস বুঝি সুজনের খাস লোক। এই ভাবনা থেকেই একদিন সুজনের এক বড় ভাই কুদ্দুসকে দিয়ে সুজনের কাছে উপহার পাঠালো। বড় ভাই ভেবেছিলেন কুদ্দুস নিশ্চই সুজনের কাছের বিশ^স্ত লোক। তার মাধ্যমে উপহারটি পাঠালে সেটি অবশ্যই সুজনের হাতে পৌছাবেই!
কিন্তু কুদ্দুস বড়ভাইয়ের বিশ্বাস রাখতে পারলো না। লোভ সামলাতে না পেরে সেই দামী উপহারের কথা সুজনকে না জানিয়েই নিজের করে নিলেন। এদিকে সুজন এই ঘটনার কিছুই জানে না। এর অনেকদিন পর সুজনের সাথে পথে দেখা হয় ঐ বড় ভাইয়ের। বড়ভাই মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলো সুজন, বিদেশ থেকে আনছিলাম ঐটা। তোমার হয়ছিলো ঠিকমতো? সুজন অবাক চোখে উত্তর দিলো-কোনটা? বড়ভাই বললেন- ঐযে তোমার সহকর্মী কুদ্দুসকে দিয়ে ঘড়ি পাঠাইছি যে ঐটা। সুজন বিষ্ময় চোখে মাথা নাড়লো-হুম ভাই....
লোভী কুদ্দুস! হায় কুদ্দুস! আহ! কুদ্দুস!
কোন মন্তব্য নেই