কেবল রাতভর ফোনালাপই ছিলো আমাদের স্মৃতি
####
তোমার সামনে দাড়ানোর ন্যুনতম সাহস যেমন আমার নেই! তেমনি তোমার সাথে সেলুলার ফোনেও ছিলাম এক বোকা-বাকরুদ্ধ মানুষ আমি। কিন্তু সেদিন তোমার অদ্ভুদ আবদার শুনে আমি কিছুটা আশ্চর্যই হয়েছিলাম...
##
যদিওবা কেবল ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা আর মেসেনজারে রাত জেগে আলাপ এই দুটো ছাড়া আদতে আমাদের নেই আর কোনও স্মৃতিও।
##
সে-রাতে দুজনের রাতভর কথা বলাটাই ছিলো আমাদের সর্বোচ্ছ দীর্ঘক্ষণ কথা বলা। তোমাকে অনেকমাস পর আবারো আমি বলেছিলাম "ভালোবাসি"। তুমি অবশ্য আমার পরীক্ষা নিয়েছিলে! সে পরীক্ষায় পাস মার্কও দিয়েছিলে আমাকে তুমি।
##
দু'জনেই সে রাতে ছিলাম বেশ সর্তক! কথা বলার শব্দে যদি তোমার বৌদি কিংবা আমার বন্ধুরা জেগে যায়!
##
আমি জানি আমাদের এই অনাগত রাতের ফোনাড্ডা বারবার হয়তো ফিরে আসবে..... আর আমার এই প্রেমহীন বিষন্ন বেঁচে থাকাও..
অসীম দাশ
২৯ সেপ্টেম্বর, ২০২০ খ্রীঃ
কোন মন্তব্য নেই