ভ্যাট বসুক ভালোবাসায়ও

প্রতি বছর জুন এলেই মনে পড়ে জাতীয় বাজেটের কথা। নব বাজেটে থাকে, নতুন করে অনেক কিছুর উপরই ভ্যাট আরোপের কথা। দেখা যায় কিছু জিনিসের দাম কমছে, আবার কিছু জিনিসের দাম আকাশচুম্বী বাড়ছে। এই বাড়া-কমার মধ্যেও যে জিনিসটার দাম সৃষ্টির আদিকাল থেকে স্থির হয়ে আছে, তা হলো কেবল ‘ভালোবাসা’

কেবল এই জিনিসটার উপরই ভ্যাট বসানোর চিন্তা বোধহয় এখনও কারও মাথায় আসেনি। সাহস করেননি এখন অবদি কোন অর্থমন্ত্রীও। প্রতিবারই কেন জানি ভ্যাট অব্যাহতি পেয়ে যাচ্ছে এই ভালোবাসা। অথচ চাহিদার বিচারে দেখলে, এই ভালোবাসা, সিগারেট, মদের চেয়েও বিলাসবহুল । সেবিবেচনায় ভালোবাসায় ভ্যাটের পাশাপাশি বসতে পারতো সম্পূরক শুল্কও। অথচ সেই ভালোবাসা কি-না এখনো ভ্যাটমুক্ত !!

ফলে ভালোবাসার মতো এমন বিলাসী বিষয় যেমন গুরুত্বহীন হচ্ছে প্রেমিক-প্রেমিকাদের কাছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। বাধাগ্রস্থ হচ্ছে উন্নয়ন। তাই এখনই সরকারের উচিত হবে ভালোবাসায় ভ্যাট বসানো। সম্ভব হলে ভালোবাসাকে বিলাসী আখ্যায়িত করে রাষ্ট্রীয় ঘোষণার মধ্য দিয়ে এর উপর সম্পূরক শুল্কও আরোপ করা। তবেই হয়তো কমতে পারে ভালোবাসায় চ্যাঁছড়া প্রেমিকদের দৌরাত্ম্য। ভালোবাসা আসতে পারে এক আদর্শ সুন্দর নীতিমালায়ও। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.